মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫

স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীর সামনেই কুপিয়ে হত্যা

The husband's hands and feet were tied and he was hacked to death in front of his wife
স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীর সামনেই কুপিয়ে হত্যা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্ত্রীর সামনেই হাত-পা বেঁধে সাইদুল সরদার নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ওই গ্রামের তৈয়বালী সরদারের ছেলে। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী খাদিজাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

জানা যায়, রাতে সাইদুল ও তার দ্বিতীয় স্ত্রী খাদিজা বাড়িতে ছিলেন। এ সময় মুখোশধারী একদল দুর্বৃত্তরা তাদের বাড়িতে ঢুকে সাইদুলদের হাত-পা বেঁধে ফেলে। পরে মাথায় ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী খাদিজা বেগমও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন