ডিসেম্বর ৯, ২০২৪

সোমবার ৯ ডিসেম্বর, ২০২৪

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ

Rising Cumilla - Chhatra Dal protests in Cumilla demanding resignation of Home Advisor
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) এম. সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল।

সোমবার (১২ আগস্ট) রাত ৯টায় শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।

এই বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু। অভিযোগ করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত করছেন। এজন্য তার পদত্যাগ দাবি করছি।

এসময় আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে ফাঁসির দাবিও তোলেন তারা।