ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

সোমবার কুমিল্লাসহ সব শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত

সোমবার কুমিল্লাসহ সব শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত
সোমবার কুমিল্লাসহ সব শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখার কারণে আগামীকাল সোমবারের (১৫ মে) সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ রোববার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, “মোখার প্রভাবে আমরা এর আগে ছয় বোর্ডের (আজকের) ও আগামীকালের পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছিলাম। আগামীকাল অর্থাৎ সোমবার যে পরীক্ষাটি রয়েছে সেটি অভিন্ন প্রশ্নপত্রে হবে। ফলে ছয় বোর্ডে যেহেতু পরীক্ষা স্থগিত আছে, তাই আগামীকালের পরীক্ষা সব বোর্ডেই বন্ধ রাখতে হচ্ছে।”

এতে আরও বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে। ১৬ মে ২০২৩ তারিখ থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।