নভেম্বর ১৮, ২০২৪

সোমবার ১৮ নভেম্বর, ২০২৪

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যানার-পোস্টার লাগানো যাবে না অনুমতি ছাড়া

Supreme Court of Bangladesh
বাংলাদেশ হাইকোর্ট। ছবি: সংগৃহীত

আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুমতি ছাড়া সকল প্রকার ব্যানার ও পোস্টার লাগানো নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) রেজিস্টার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ভাবগাম্ভীর্য ও পবিত্রতা রক্ষার্থে আইনজীবী সমিতি ভবনসহ কোর্ট প্রাঙ্গণে অনুমতি ছাড়া পোস্টার লাগানো সমীচীন নয়। প্রশাসনের অনুমতি ছাড়া কোর্ট প্রাঙ্গণে (আইনজীবী সমিতি ভবনসহ) সকল প্রকার পোস্টার ও বানার লাগানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

এরই মধো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পোস্টার ও ব্যানার লাগানো থাকলে তা তিন দিনের মধ্যে অপসারণে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।