মে ১০, ২০২৫

শনিবার ১০ মে, ২০২৫

সারাদেশে ২৬৩ যানবাহন পুড়েছে, ১৫ স্থাপনা ক্ষতিগ্রস্ত: ফায়ার সার্ভিস

Bus caught fire after cocktail burst in Mohammadpur, 1 killed
মোহাম্মদপুর এলাকায় ককটেল ফাটিয়ে বাসে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

গত ২৮ অক্টোবর বিএনপির ঢাকা সমাবেশের পর থেকে এখন পর্যন্ত সারাদেশে ২৬৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব যানবাহনের মধ্যে ১৬২টিই বাস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সবশেষ হিসাবে এই পরিসংখ্যান উঠে এসেছে।

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর থেকে আজ ভোর ৬টা পর্যন্ত অগ্নিকাণ্ডে ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে যাওয়া যানবাহনের মধ্যে ১৬২টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৬টি অন্য গাড়ি।

এছাড়া সবশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তরঙ্গ প্লাস’ নামের একটি বাসে আগুন লাগানোর খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ও ১০ জন কর্মী কাজ করে।

আরও পড়ুন