জুন ২১, ২০২৫

শনিবার ২১ জুন, ২০২৫

সারাদেশে রোববার এক মিনিট সব স্কুল-কলেজ থাকবে শব্দহীন

Directorate of Secondary and Higher Education (DSHE)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে আগামীকাল রোববার (১৫ অক্টোবর) সারাদেশে সব স্কুল-কলেজে ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি পালনে স্কুল-কলেজগুলোকে নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনে নেয়া কর্মসূচির আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালনের জন্য নির্দেশ দেয়া হলো।

আরও পড়ুন