ডিসেম্বর ৯, ২০২৪

সোমবার ৯ ডিসেম্বর, ২০২৪

সামান্থার জায়গায় শ্রীলীলা!

Rising Cumilla - Samantha-Sreeleela
ছবি: সংগৃহীত

আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবি সাফল্যের বড় ভূমিকা ছিল তার আইটেম গান ‘উঁ আন্তাভা’। শুধু গানের কথা বা সুর নয়, তারই সঙ্গে জুড়ে গিয়েছিল দক্ষিণী নায়িকা সামান্থা প্রভুর ভঙ্গিমা, তার আবেদনে উত্তাল হয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী।

আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, এই গানের মাধ্যমেই ‘আইটেম’ গানে হাতেখড়ি সামান্থার। তাতেই ঝড় তুলেন তিনি। ব্যাপক সাড়া ফেলে দেওয়া সামান্থাকে ‘পুষ্পা ২’ ছবিতে রাখা হয়নি। বরং তার জায়গায় এবার দেখা যাবে দক্ষিণের আরেক অভিনেত্রী শ্রীলীলাকে। সাধারণত অভিনেত্রী বদল হলে পারিশ্রমিক বাড়ে। তবে এ ক্ষেত্রে হলো উল্টোটা।

জানা গেছে, সামান্থা যা পেয়েছিলেন, তার থেকে অন্তত ৬০ শতাংশ কম পারিশ্রমিক পাচ্ছেন শ্রীলীলা।

দক্ষিণী ছবির জগতে জনপ্রিয় মুখ শ্রীলীলা। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে তাঁর গান ‘কুর্চি মাধাথাপেট্টি’। এ গানের চিত্রায়ণে তাঁর বিপরীতে রয়েছেন মহেশ বাবু। এ বার শ্রীলীলাকে দেখা যাবে ‘পুষ্পা ২’-এর সেটে। মিনিট তিনেকের গানে নাচবেন। ওই ৩ মিনিটের গানের জন্যই সামান্থা পেয়েছিলেন ৫ কোটি টাকা।

তবে শ্রীলীলাকে দেওয়া হবে মাত্র ২ কোটি টাকা। এর আগে মহেশ বাবু সঙ্গে ‘গুন্টুর করম’ ছবির জন্য শ্রীলীলা পেয়েছিলেন ৪ কোটি টাকা।

জানা গেছে, ‘পুষ্পা ২ ছবির এই গানের জন্য প্রথমে ভাবা হয়েছিল শ্রদ্ধা কপূরের কথা। কিন্তু শ্রদ্ধা ৫ কোটি টাকার কমে কাজ করতে রাজি হননি। তাই আর কথা এগোয়নি। শেষ পর্যন্ত নির্মাতারা নির্বাচন করেছেন শ্রীলীলাকে। তাঁকেই দেখা যাবে পর্দায়।