জানুয়ারি ১৭, ২০২৫

শুক্রবার ১৭ জানুয়ারি, ২০২৫

সাজেকের পাহাড়ে ৩০ ফুট নিচে পর্যটকবাহী জিপ, আহত ১০

Rising Cumilla - Sajek's tourist jeep Accident
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে জিপ গাড়ি উলটে ১০ পর্যটক আহত হয়েছেন।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউস পাড়ায় এ ঘটনা ঘটে।

সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) কনক সরকার বিষয়টি বিষয়টি নিশ্চিত করে জানান, সাজেক ভ্রমণ শেষে শনিবার সকালে খাগড়াছড়িতে ফিরছিল পর্যটকরা। হঠাৎ গাড়ি উলটে সড়কের পাশে পাহাড়ি খাদে ৩০ ফুট নিচে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ১০ পর্যটক আহত হন। আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল নামে চারজন গুরুতর আহত হন।

জানা যায়, আহতদের সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা বলে জানা গেছে।