রাজধানীর সদরঘাটের লঞ্চ টার্মিনালে ময়ুরপঙখী নামের একটি লঞ্চে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
শুক্রবার (৩০ জুন) সকাল ১১টায় লঞ্চে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ‘আজ বেলা ১১টায় সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার খবর পেয়েছি আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। লঞ্চের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
এদিকে উৎসুক জনতার ভিড়ে আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।