আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক যায়যায়দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ ইকবাল মনোয়ারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ইকবাল মনোয়ার ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
গত ২ আগস্ট এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈনের দেওয়া বক্তব্যকে বিকৃত করে প্রকাশের অভিযোগ এনে বহিষ্কার করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে গণমাধ্যমকর্মীদের পাঠচক্র গ্রুপ – অনুশীলন।
অনুশীলন মনে করে, ইকবাল মনোয়ার একটি জাতীয় গণমাধ্যমে কর্মরত প্রতিবেদক এবং ওই বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এই ধরনের ব্যবস্থা গ্রহণ মুক্ত সাংবাদিকতা চর্চার পরিপন্থী। এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা ক্যাম্পাস সাংবাদিকতাকে ভীতির মধ্যে ফেলে। এই ঘটনার ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস প্রতিনিধিরা সংবাদ প্রকাশের পূর্বে নিজেদের শিক্ষাজীবনে প্রভাব ফেলার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন থাকবেন।
অনুশীলন প্রত্যাশা করে, কোন সংবাদ বিকৃতভাবে উপস্থাপন করা হলে কিংবা অসত্য তথ্য উপস্থাপিত হলে সেজন্য প্রেস কাউন্সিলের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। তা না করে শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা কোনভাবেই কাম্য নয়। আমরা প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সাংবাদিক ইকবাল মনোয়ারকে তার ছাত্রত্ব ফিরিয়ে দিবে।
সৌরভ হোসেন সিয়াম
সমন্বয়ক
সাবিত আল হাসান
নির্বাহী সমন্বয়ক