জানুয়ারি ২, ২০২৫

বৃহস্পতিবার ২ জানুয়ারি, ২০২৫

সংকট নিরসনের একমাত্র পথ সরকারের পদত্যাগ: মির্জা ফখরুল

Mirza Fakhrul Islam Alamgir
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংকট সমাধানের একমাত্র পথ সরকারের পদত্যাগ।

মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকায় অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে কেরানীগঞ্জ থানা বিএনপির মানববন্ধন এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তারা জন্মগতভাবে সন্ত্রাসী দল। আওয়ামী লীগ সেই দল যারা সন্ত্রাসী করেই টিকে থাকে। আমরা যে দাবিতে আন্দোলন করছি এ একই দাবি নিয়ে তারা গানপাউডার দিয়ে ১১ জনকে হত্যা করেছিল। লগি-বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছিল।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে ১৭৩ দিন হরতাল করেছে। গান পাউডার দিয়ে মানুষ মেরেছে। আওয়ামী লীগ নিজেরা সন্ত্রাসী বলে রাষ্ট্রকে সন্ত্রাসী বানিয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের কাছে ভদ্রতা আশা করা যায় না। নির্দলীয় সরকারের দাবি থেকে দৃষ্টি সরাতে বিএনপি নেতাদের নিয়ে নাটক সাজাচ্ছে। আওয়ামী লীগ জনগণের জেগে ওঠায় প্রচন্ডরকম ভয় পেয়ে অন্য পথে যাবার চেষ্টা করছে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা আরও দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ঐক্যবদ্ধ হন। আমাদের এক কথা এক দাবি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। উত্তাল আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।