জানুয়ারি ৭, ২০২৫

মঙ্গলবার ৭ জানুয়ারি, ২০২৫

শোয়েব-সানা দম্পতির নতুন ছবি ভাইরাল!

Shoaib Malik and Sana Javed
ছবি: ইনস্টাগ্রাম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ব্যস্ততার মধ্যেই ক্রিকেটার শোয়েব মালিক ও অভিনেত্রী সানা জাভেদ দম্পত্তি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নতুন ছবি শেয়ার করে আলোচনায় এসেছেন।

সানা জাভেদ তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শোয়েব মালিকের সঙ্গে তোলা ছবিগুলো পোস্ট করেন। ছবিতে শোয়েব-সানা দম্পতির পাশাপাশি ফাস্ট বোলার হাসান আলি এবং ক্রিকেটার মুহাম্মদ নওয়াজকেও দেখা গেছে। খবর সামা টিভির।

সানা জাভেদের পোস্ট অনুযায়ী, ছবিগুলো গত ৭ মার্চ ইসলামাবাদে তোলা হয়েছিল। পোস্টের ক্যাপশনে তিনি হাসান আলি ও মুহাম্মদ নওয়াজকেও ট্যাগ করেছেন।

উল্লেখ্য, সানা জাভেদ ও শোয়েব মালিক গত ২০ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগে শোয়েব মালিক ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন।

সানা জাভেদ ২০২০ সালে পাকিস্তানের সংগীতশিল্পী উমাইর জয়সওয়ালকে বিয়ে করেছিলেন।