জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

শৈত্যপ্রবাহ কমে ৩৬ জেলায়, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা

Rain and winter
ছবি: সংগৃহীত

দেশের ৩৬ জেলায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের তীব্রতা কমেছে। গতকাল সোমবার দেশের ৪৭ জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও গতকাল সোমবার তা কমে ৩৬ জেলায় নেমে এসেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “আগামী কয়েক দিন শৈত্যপ্রবাহের এলাকা প্রতিদিনই কমবে। আগামী কিছুদিন দেশের কোনো কোনো অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে দু-এক জায়গায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। বৃষ্টি ও আকাশ মেঘলা থাকায় দিনের বেলা শীতের অনুভূতি বেশি থাকবে। তবে রাতে তাপমাত্রা বাড়বে। আগামী কয়েক দিন এমন চলতে পারে।”

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাতে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আগামীকাল ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

পরদিন বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিধি আরো বেড়ে ছড়াতে পারে দেশের সাত বিভাগে।

এদিকে শৈত্যপ্রবাহ কমে যাওয়ায় দেশের অন্যান্য অঞ্চলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমেছে। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।