সেপ্টেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর, ২০২৪

শীতের সকালে গরম গরম ভাপা পিঠার স্বাদে ভরে উঠুক আপনার ঘর

May your home be filled with the taste of hot steamed pita on winter mornings
গরম গরম ভাপা পিঠার স্বাদে ভরে উঠুক আপনার ঘর | ছবি: রাইজিং কুমিল্লা

শীতের সকালে গরম গরম ভাপা পিঠার স্বাদে ভরে উঠুক আপনার ঘর। এই মজার এবং সুস্বাদু পিঠাটি তৈরি করা খুবই সহজ। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আপনি খুব সহজেই তৈরি করতে পারেন এই পিঠাটি।

উপকরণ:

  • চালের গুঁড়া – ৪ কাপ
  • খেজুরের গুঁড় – ২ কাপ
  • নারিকেল কোরানো – ২ কাপ
  • লবণ – স্বাদমতো

প্রণালি:

১. চালের গুঁড়ার সঙ্গে লবণ ও খুবই অল্প পানি আলতো হাতে মিশিয়ে নিন। এবার সেই গুঁড়া চালুনির সাহায্যে চেলে নিন। চালের গুঁড়া যেন কোনোভাবে দলা বেঁধে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। একটি পাতিলে পানি দিয়ে তার উপরে একটি ছিদ্রযুক্ত ঢাকনা বসান। এবার ছোট একটি বাটিতে চালের গুঁড়া নিন।

২. এরপর তার মাঝখানে গুড় ও কোরানো নারিকেল দিন। এরপর তার উপরে সামান্য চালের গুঁড়া ছিটিয়ে দিন। একটি পরিষ্কার সুতির কাপড়ে বাটিটি মুড়িয়ে ঢাকনার উপর উল্টে দিন। এবার বাটিটি সাবধানে তুলে নিন। পাতিলটি ঢেকে দিয়ে অপেক্ষা করুন ২-৩ মিনিট। এবার তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন ভাপা পিঠা।

টিপস:

  • চালের গুঁড়া যেন খুব বেশি পাতলা বা ঘন না হয় সেদিকে খেয়াল রাখবেন।
  • বাটিটি মুড়ানোর সময় খেয়াল রাখবেন যেন গুড় বা নারিকেল বেরিয়ে না যায়।
  • ভাপা পিঠা ২-৩ মিনিট ভাপানোর পরই তুলে নিলে ভালো হয়। বেশি ভাপালে পিঠা শক্ত হয়ে যাবে।

পরিবেশন:

গরম গরম ভাপা পিঠার সাথে চা, দুধ, কিংবা ঘি দিয়ে পরিবেশন করতে পারেন।