
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছে জাবি ছাত্রদল। ছাত্র সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা, ও ১ম ধাপের “হেপাটাইটিস বি” টিকা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে আয়োজিত এই কার্যক্রমে অংশ নেয় বিভিন্ন বিভাগের প্রায় পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সহ অনেকেই। দুই সপ্তাহব্যাপী এই কার্যক্রমে অভিজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান ও হেপাটাইটিস বি সংক্রান্ত সেবা প্রদান করেন।
ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (DAB) এর সহযোগিতায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ব্যবস্থাপনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গত ১০ মে থেকে শুরু হওয়া (ফ্রী হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রোগ্রাম) গত ১০ মে থেকে স্ক্রিনিং শুরু হয়, গত ১৪ মে থেকে প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। ২৩ মে ২০২৫ প্রথম ধাপের ভ্যাকসিন প্রধান কার্যক্রম সফলভাবে শেষ হয়। প্রথম ধাপের ভ্যাকসিন প্রধান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
এ বিষয়ে জানতে চাইলে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের জন্য “ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিন” প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। সামনের দিনগুলোতেও আমরা শিক্ষার্থীবান্ধব এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবো।”
জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, “এটি মহৎ কাজ, এই কাজ সফল করতে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ। সামনের পর্বগুলো শেষ করতে সকলের মানবিক সহযোগিতার আহবান জানাচ্ছি।”
যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন মিল্টন জানান, “ছাত্রদল তার প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ছাত্রবান্ধব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আপামর ছাত্র-জনতার কাছে সর্বোচ্চ জনপ্রিয় একটি ছাত্রসংগঠন। তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশনের যে কার্যক্রম তা একটি অনন্য উদাহরণ সৃষ্টি করলো।”
যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে গত ১০ মে থেকে স্ক্রিনিং এবং ভ্যাকসিন ১৪ মে হতে ২৩ মে পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ফ্রি হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশনের প্রথম ডোজ কমপ্লিট করা হয়। আমাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রামে মোট রেজিস্ট্রেশন করে ৫৩২০ জন, মোট স্ক্রিনিং ৪৩৮২ জন, মোট হেপাটাইটিস-বি পজিটিভ ৪৯ জন। ইতোমধ্যেই জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার পক্ষ থেকে, ড্যাবের সহযোগিতায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। আগামী ১৬ জুন থেকে ২২ জুন ২০২৫ পর্যন্ত ২য় ডোজ কার্যক্রম চলবে। আপনারা জেনে খুশি হবেন যে, অনেক শিক্ষার্থীর পরীক্ষা থাকার কারণে রেজিস্ট্রেশন এবং স্ক্রিনিং করতে পারেননি। আমরা তাদের জন্য ১৬ থেকে ২২ জুন দ্বিতীয় পর্যায়ে ব্লাড স্ক্রিনিং এবং টিকার ব্যবস্থা রাখছি।”
মতামত জানতে চাইলে জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নং সদস্য মাহবুবুর রহমান মুরাদ জানান, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি ব্যতিক্রমধর্মী ও শিক্ষার্থীবান্ধব এই উদ্যোগে ভিন্নমতের লোকজন ও সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার দেখতে পাচ্ছেন। যেখানে অতীতে ছাত্র রাজনীতি মানেই সাধারণ শিক্ষার্থীদের উপর জোরপূর্বক মত চাপিয়ে দেয়া বা ক্ষমতা বুঝতে হতো সেখানে ছাত্রদলের এমন কল্যাণমূলক কাজ নিঃসন্দেহে ইতিবাচক ছাত্র রাজনীতির ইঙ্গিত দেয়।”
আহ্বায়ক কমিটির সদস্য আল ইমরান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এটি। এই ধরনের শিক্ষার্থীবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।”
শিক্ষার্থীদের মতামত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, “আমরা বিশ্বাস করি, রাজনীতি শুধু মত-বিনিময় নয়, শুধু আড্ডা যাওয়া নয়, মানুষের পাশে দাঁড়ানো ও সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা এর বড় অংশ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের অনেকেই। তাঁরা জানান, “ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে এবং প্রয়োজনে নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজন করা হবে।”
শিক্ষার্থীদের অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ে এই ধরনের স্বাস্থ্যসেবা খুবই দরকার ছিল। এতে আমরা উপকৃত হচ্ছি।”
এই ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট অনেকে।
প্রথম ধাপের ভ্যাকসিন কার্যক্রমের বিস্তারিত:
মোট রেজিস্ট্রেশন: ৫৩২০ জন।
মোট স্ক্রিনিং (ব্লাড স্যাম্পল পরীক্ষা): ৪৩৮২ জন।
মোট হেপাটাইটিস বি নেগেটিভ: ৪৩৩৩ জন।
মোট হেপাটাইটিস বি পজিটিভ: ৪৯ জন।
পরবর্তী ধাপের টিকা কার্যক্রম:
দ্বিতীয় ডোজের তারিখ: ১৬ জুন ২০২৫ হতে ২২ জুন ২০২৫ পর্যন্ত।
তৃতীয় ডোজের তারিখ: ১৬ জুলাই ২০২৫ হতে ২২ জুলাই ২০২৫ পর্যন্ত।
স্থান ও সময়: জহির রায়হান অডিটোরিয়াম, দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
উল্লেখ্য, শিক্ষার্থীদের চাহিদা ও অনুরোধের প্রেক্ষিতে আগামী ১৬ থেকে ২২ জুন আবারো ব্লাড স্ক্রিনিং ও প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। স্ক্রিনিং এর মাধ্যমে যে সকল শিক্ষার্থীর হেপাটাইটিস বি পজিটিভ এসেছে তাদেরকে ড্যাবের সহযোগিতায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থাপনা সংক্রান্ত সকল সহযোগিতা প্রদান করা হবে।