নভেম্বর ৩, ২০২৪

রবিবার ৩ নভেম্বর, ২০২৪

লিভারপুলের অধিনায়কত্ব পেলেন ভ্যান ডাইক

Van Dijk got the captaincy of Liverpool
লিভারপুলের অধিনায়কত্ব পেলেন ভ্যান ডাইক। ছবি: সংগৃহীত

লিভারপুলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। যদিও এর আগে লিভারপুলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ভ্যান ডাইক। তবে এই প্রথম স্থায়ী ভাবে তিনি দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন এই ডাচ ডিফেন্ডার।

গত মৌসুমটা মোটেও ভালো কাটেনি লিভারপুলের। নতুন মৌসুমে আবারও সেরা ছন্দে ফিরতে চায় দলটি। সেই অভিযানে অলরেডদের নেতৃত্ব দেবেন ডাচ ডিফেন্ডার ভ্যান ডাইক। তার ডেপুটি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে।

এদিকে চলতি মৌসুমে লিভারপুল ছেড়ে চলে গেছেন হেন্ডারসন, জেমস মিলনার ও রবার্তো ফিরমিনো। কিন্তু ভ্যান ডাইক বলেছেন অন্যরা এই ক্ষতি পুষিয়ে নিতে পারবে, ‘আমাদের দলে আরো অনেক খেলোয়াড় রয়েছে যারা দায়িত্ব নিতে পারবে। সে কারণেই আমিও আশাবাদী।’