জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

লাহোরের বাসভবনে ফিরেছেন ইমরান খান

লাহোরের বাসভবনে ফিরেছেন ইমরান খান
লাহোরের বাসভবনে ফিরেছেন ইমরান। ছবি: এএফপি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লাহোরের জামান পার্কে তার বাসভবনে ফিরে এসেছেন।

সাবেক এই প্রধানমন্ত্রী জানান, ‘ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল তাকে লাহোর থেকে রওনা হতে বাধা দেওয়ার জন্য ব্যাপক প্রচেষ্টা চালান। তিন ঘণ্টা তাকে অপেক্ষায় রাখা হয়েছিল, পুলিশ ইন্সপেক্টর দাবি করেছিলেন বাইরে বের হওয়া তার জন্য অত্যন্ত বিপজ্জনক।’

তারপর তিনি সেই ইন্সপেক্টরকে বলেছিলেন, ‘তুমি যদি আমাদের যেতে না দাও, তাহলে আমি পুরো পাকিস্তানকে বলনো তুমি আমাদের অপহরণ করেছ, আমাদের জোরপূর্বক আটকে রাখছো।’

তিনি আরও বলেন, ‘চাপের মধ্যে, তিনি শেষ পর্যন্ত আমাদের প্রস্থানের অনুমতি দিয়েছেন, তারপর যখন আমরা হই তখন দেখি রাস্তা পুরো ফাঁকা, কোনো ধরনের বিপজ্জনক কিছু ছিল না।’

সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, ইমরানকে ফের গ্রেফতার করা হলে দলীয় কর্মীদের সম্ভাব্য প্রতিবাদের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিলেন তিনি। তার আহ্বানে সাড়া দিয়ে পিটিআই কর্মীরা সারাদিন ধরে রাস্তায় অবস্থান নিয়ে ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তার ঘিরে দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল ইসলামাবাদ হাইকোর্ট তাকে দু’সপ্তাহের জন্য জামিন দেন।