ডিসেম্বর ১৪, ২০২৪

শনিবার ১৪ ডিসেম্বর, ২০২৪

লতা মঙ্গেশকরের দেওয়া উপহার আজও আগলে রেখেছেন আশা

লতা মঙ্গেশকরের দেওয়া উপহার আজও আগলে রেখেছেন আশা
লতা মঙ্গেশকরের দেওয়া উপহার আজও আগলে রেখেছেন আশা। ছবি: সংগৃহীত

দুই বোনের মধ্যের সম্পর্কও যেন এক দৃষ্টান্ত স্থাপন করে। দিদির পা ধোয়া জল পর্যন্ত খেতেন আশা। তাই তো, তাঁর দেওয়া শেষ উপহার আজও সামলে রেখেছেন তিনি।

একবার এক গানের রিয়েলিটি শোতে এসে আশা বললেন,মৃত্যুর ছয়মাস আগে দিদি ডেকে জিজ্ঞেস করেছিলেন,তোর কি লাগবে?যা লাগবে আজ তোকে তাই দিবো।আর তখনি আমি ভাবতে লাগলাম কি চাওয়া যায়?

আর তখন অনেক ভেবে বললাম, আমায় তোমার একটা শাড়ি দাও, তাও তোমার সাইন করা। দিদি তখনি সেই শাড়িটা দিয়ে দিলেন আমায়। আমি সঙ্গে করে নিয়েও এসেছি।এবং আমি এই উপহার সারাজীবন আমার কাছে যত্ন করে রাখবো।