সদ্য বিদায়ী ২০২৪ সালে ইউরোপের দেশ ইতালিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। এ বছর তারা দেশকে উপহার দিয়েছেন ১ হাজার ৩০০ মিলিয়ন ইউরোরও বেশি, যা আগের বছরের তুলনায় প্রায় দেড়শ মিলিয়ন ইউরো বেশি।
ইতালির প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে রেমিট্যান্সের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তারা আশা করছেন, এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইতালিতে বর্তমানে দুই লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন। তবে, এর মধ্যে প্রায় ৬০ হাজার অভিবাসী এখনও বৈধ কাগজপত্রের অভাবে অনিশ্চিত অবস্থায় আছেন। বৈধ অনুমতি পত্র না থাকার পরও এসব বাংলাদেশিরা কোনো না কোনো কাজ করে রেমিট্যান্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করে চলেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। যা ২০২৩ সালের তুলনায় ৪৯৭ কোটি ২০ লাখ ডলার বা ২২.৬৮ শতাংশ বেশি।