জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্য এবং অভিনেত্রী দিশা পারমারের কোলজুড়ে এলো ফুটফুটে কন্যা সন্তান।
গতকাল বুধবার মেয়ে সন্তানের জন্ম দিলেন নায়িকা।গায়ক এবং অভিনেত্রী ইনস্টাগ্রামে পোস্ট করে তাদের ভক্তদের এ সুখবর দিলেন।
পোস্টে রাহুল লেখেন, ‘কন্যাসন্তান এলো কোলে। মা আর সদ্যোজাত সুস্থ আছে। আমাদের চিকিৎসককে অনেক ধন্যবাদ যিনি প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত সঙ্গে ছিলেন। আমাদের পরিবারের সকলকে জানাই অনেক ধন্যবাদ। আপনারা সবাই সদ্যোজাতকে আশীর্বাদ করবেন।’
নকুল মেহতা, আলি গনি, দ্রষ্টি ধামি থেকে শুরু করে মুম্বই টেলিভিশনের একাধিক তারকা তারকা সন্তানের আগমনের খবরে শুভেচ্ছাবার্তা জানালেন।