জানুয়ারি ২০, ২০২৫

সোমবার ২০ জানুয়ারি, ২০২৫

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

Chhatra Dal prayer and Milad Mahfil on the occasion of President Ziaur Rahman's birth anniversary in Brahmanpara
ছবি: প্রতিনিধি

১৯ জানুয়ারি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারী) বিকাল ৪টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে সদরের জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়।

এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ দিদারুল আলম ভূঁইয়া এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দ এর পরিচালনায় উপজেলা ছাত্রদল ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর জীবনের স্মৃতি তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নের্তৃবৃন্দরা। সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।