ডিসেম্বর ২২, ২০২৪

রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪

রাজশাহীতে কোরিয়ান কোচ এর অধীনে উচ্চতর তায়কোয়ানদো প্রশিক্ষণ শুরু

Rising Cumilla - Advanced Taekwondo training under Korean coach started in Rajshahi
ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীতে তায়কোয়ানদো ক্রীড়ার উচ্চতর প্রশিক্ষণ শুরু হলো বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর সহযোগীতায়।

রাজশাহী বিভাগীয় উচ্চতর তায়কোয়ানদো প্রশিক্ষণ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজশাহীর প্রানকেন্দ্র রেলগেট সংলগ্ন জেলা ক্রীড়া সংস্থা, মুক্তিযোদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব গৌতম কুমার সরকার- জেলা ক্রীড়া অফিসার,রাজশাহী ,আন্তর্জাতিক কোচ মাস্টার জু সাং লি (কুক্কিয়ন ইন্টারন্যাশনাল ৮ম ড্যান, দক্ষিন কোরিয়া), অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি ( সদস্য- রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ), জনাব ইঞ্জি. এ কে এম রফিকুল ইসলাম (সহ-সভাপতি, বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন), জনাব মোঃ ফরমান আলী (কোচ বিকেএসপি), জনাব মোঃ রাশিদুল হাসান (কোচ-বিকেএসপি ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান- বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন), অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন- জনাব মোঃ সেকেন্দার আলী (ভারপ্রাপ্ত সভাপতি- রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন)

এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ মোজাফফর হোসেন বুলু (সাধারণ সম্পাদক- রাজশাহী তায়কোয়ানদো দোজাং ও সহ-সভাপতি-রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন), মুমিত হাসান (সাধারণ সম্পাদক- রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন) ও রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর ২০০ এর ও বেশি প্রশিক্ষনার্থীসহ সম্মানিত অভিভাবকগণ।

উক্ত অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি জনাব গৌতম কুমার সরকার- জেলা ক্রীড়া অফিসার,রাজশাহী তার বক্তব্যে বলেন: বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন রাজশাহীকে কেন্দ্র করে অসাধারণ তায়কোয়ানদো উন্নয়ন পরিকল্পনা শুরু করেছেন বলে আমি অত্যন্ত আনন্দিত । আমি রাজশাহীতে তায়কোয়ানদো ক্রীড়া উন্নয়নের জন্য আপনাদের সকল ধরনের সহযোগীতা করবো। আমি চাই রাজশাহী তথা সারা বাংলাদেশের ক্রীড়া উন্নয়ন হোক।