শনিবার ১২ জুলাই, ২০২৫

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ কাল শুক্র ও রোববার

Bangladesh jamaat e islami
বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী শুক্র ও রোববার (৮ ও ১০ সেপ্টেম্বর) দুই দিনের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। দলের বিভিন্ন দাবি আদায় আবারও রাজপথে নামছে তারা। গতকাল বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, দলের সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় বাধা, বিভিন্ন স্থানে গায়েবানা জানাজায় হামলা, কয়েক শ নেতা-কর্মীকে গ্রেপ্তার, হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং জামায়াতের আমির শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়েছে।

এই কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল শুক্রবার রাজধানীতে ২ মহানগরীর উদ্যোগে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল। আর রোববার অন্য মহানগরীতে বিক্ষোভ করবে জামায়াত।

দলের আমীর ডা. শফিকুর রহমানসহ নেতাদের মুক্তি ও মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়তে না দেয়া, হামলা ও মামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম বলেন, সরকারের জুলুম-নির্যাতনের প্রতিবাদে গত ১৬ আগস্ট সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গত ১৮ আগস্ট (শুক্রবার) দেশব্যাপী দোয়া অনুষ্ঠান এবং ২৩ আগস্ট (বুধবার) দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু সরকার সংবিধান স্বীকৃত শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচিতেও বাধা দিয়েছে।

আরও পড়ুন