দুবাইতে অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডে যোগ দিয়েছন হাজারোও তারকা। মঞ্চে নাচ পরিবেশ করেছেন ভিকি এবং রাখি। তখনি নাচতে গিয়ে রাখি সাওয়ান্তের পোশাকে পা জড়িয়ে হোঁচট খেলেন ভিকি।
নেটমাধ্যমে একটি ভিডিও ইতোমধ্যেই বেশ ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, মঞ্চে চলছে ভিকি ঘরনির সুপার হিট গান ‘শিলা কি জওয়ানি’। একেবারে সামনেই দাঁড়িয়ে ভিকি-সারা, তাদের সঙ্গেই ছিলেন রাখি। গানের তালে নাচতে গিয়ে ধাক্কা লেগে যায়, রাখির পোশাকে পা জড়িয়ে যায় অভিনেতার। যদিও পড়তে পড়তে সামলে নেন নিজেকে।
এর আগে আইফা ২০২৩-এর মঞ্চে মুখোমুখি হয়েছিলেন ভিকি ও সালমান। সালমান খানের সঙ্গে হাত মেলাতে গিয়ে অপমানিত হয়েছেন অভিনেতা। তিনি ধাক্কা মেরে সরিয়ে দেন ভিকিকে!