
পবিত্র রমজান মাসে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অনলাইন ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সকল বিভাগীয় চেয়ারম্যানকে অবহিত করা যাচ্ছে যে, ১১-১৭ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে সকল বিভাগের ক্লাস চলমান রয়েছে সে সকল বিভাগের শিক্ষকবৃন্দের মধ্যে যাদের পক্ষে সম্ভব তাঁরা প্রয়োজনে একাডেমিক ক্লাসসমূহ অনলাইন প্রক্রিয়ায় নিতে পারবেন। তবে পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম যথারীতি স্ব-শরীরে পূর্বের ন্যায় চলমান থাকবে।