ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

রংপুরে কোটা আন্দোলন: জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন বেরোবির শিক্ষার্থীরা

Rising Cumilla - Quota Movement in Rangpur, Students of Berobi handed over memorandum to the District Commissioner
ছবি: প্রতিনিধি

সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যুনতম মাত্রায় এনে আইন পাস করে কোটা পদ্ধতি সংস্কার ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে গণপদযাত্রা করেছে বেরোবি শিক্ষার্থীরা।

রবিবার (১৪ জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের এক নং গেইট থেকে এই গণপদযাত্রা বের হয়। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কে মোড় হয়ে নগরীর মর্ডানের বটগাছ মোড়ে এসে তাদের স্মারকলিপি পাঠ করেন। স্মারকলিপি পাঠ শেষে তারা আবার বিশ্ববিদ্যালয়ের ফিরে আসেন। এরপর যায় যায় মত টাউন হলে যান। সেখান থেকে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে আন্দোলনকারীদের।

এ সময় শিক্ষার্থীরা, ‘কোটা না মেধা, মেধা মেধা,হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না,মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, কোটা না মেধা, মেধা মেধা, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, চট্টগ্রামে হামলা কেন, জবাব চাই, কুমিল্লায় হামলা কেন, জবাব চাই’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এ সময় আন্দোলনকারীরা বলেন, সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার একদফা দাবিতে আজকে আমরা গণপদযাত্রা করছি। রাষ্ট্রপতির কাছে স্মারক পাঠাতে আমরা শান্তিপূর্ণ পদযাত্রা নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করব। আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আমাদের ছাত্র সমাজের যে যৌক্তিক দাবি সে বিষয়ে আলোচনা করে একটি যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হন।

প্রসঙ্গত, আজকের এই গণপদযাত্রায় বেরোবি ছাড়াও রংপুর সরকারি, কারমাইকেল কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠান শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। সকাল ৯ টা থেকে বেরোবির এক নং গেটে এসে সবাই একে একে জমায়েত হোন।