জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

যৌতুক মামলায় ১ বছরের সাজা এড়াতে ২৭ বছর প্রবাসে, অবশেষে ধরা

27 years in exile to avoid 1 year sentence in dowry case, finally caught
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলায় ২৭ বছর পর যৌতুক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন (৫৯)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে বরিশাল নগরীর রুপাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া আলমগীর হোসেন নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজী মানিক শাহ শরীফের ছেলে।

জানা গেছে, ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে আলমগীরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলা হয়। পরে ১৯৯৯ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। পরে তিনি প্রবাসে গিয়ে ২৭ বছর পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করেন।

২৭ বছর পলাতক থাকার পর ৯ মাস আগে দেশে ফিরে আত্মগোপনে চলে যায়। পরে র‌্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নলছিটি থানায় পুলিশের কাছে হস্তান্তর করে।