সেপ্টেম্বর ৭, ২০২৪

শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪

যে সিনেমায় ক্যারিয়ারের মোড় ঘুরে যায় নিকিতার

যে সিনেমায় ক্যারিয়ারের মোড় ঘুরে যায় নিকিতার
যে সিনেমায় ক্যারিয়ারের মোড় ঘুরে যায় নিকিতার। ছবি: সংগৃহীত

নিকিতা বলিউডের প্রথম সারির অভিনেত্রী না হলেও ইতিমধ্যেই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। ‘কবীর সিং’, ‘দি রেড বুল’-এর মতো ফিল্মে অভিনয় করেছেন নিকিতা। যেমন সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন, ঠিক তেমনই পর্দায় তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।

২০১২ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ফাইনালিস্টের তালিকায় ছিলেন নিকিতা। ২০১৫ সালে, নিকিতা লাইফ ওকের ধারাবাহিক ‘ড্রিম গার্ল-এক লাড়কি দিওয়ানী সি’-এ অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশন জগতে পা রাখেন। পরে লেকার হাম দিওয়ানা দিল দিয়ে সিনেমায় অভিষেক তার।

তবে নিকিতার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়, ২০১৯ সালের ভারতের অন্যতম ব্যবসাসফল সিনেমা কবির সিংয়ে অভিনয়ের মাধ্যমে। শহীদ কাপুর–কিয়ারা আদভানি প্রধান দুইটি চরিত্রে অভিনয় করলেও নিকিতার অভিনয় সবার নজর করে।

কবির সিংয়ের কারণে নিকিতার ক্যারিয়ারে আসতে থাকে একটার পর একটা সিনেমার প্রস্তাব। নিকিতা ইন্ডিয়া টুডেকে জানিয়েছিলেন, কবির সিংয়ের জন্য তাঁর ক্যারিয়ার সব হিসাব পাল্টে গিয়েছিল।

গত বছরের শেষে মুক্তি পেয়েছে নিকিতার সিনেমা ‘রকেট গ্যাং’। সিনেমাটিতে নিকিতার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে।