ডিসেম্বর ৯, ২০২৪

সোমবার ৯ ডিসেম্বর, ২০২৪

যেসব দেশ থেকে প্রথম চার মাসে সর্বাধিক প্রবাসী আয় এলো

Rising Cumilla - Dollar-Taka
প্রতীকি ছবি/সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দিন দিন বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসেই রেমিট্যান্সের পরিমাণ ছুঁয়েছে নতুন উচ্চতা। বিশেষ করে, মার্কিন যুক্তরাষ্ট্র, আরব আমিরাত ও সৌদি আরব থেকে আসা রেমিট্যান্স দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে প্রবাসী আয় প্রেরণকারী শীর্ষ দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরেই রয়েছে আরব আমিরাত ও সৌদি আরব।

চলতি অর্থবছরের প্রথম চার (জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর) মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৪১ কোটি ৮২ লাখ ৮০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ১৭ হাজার ২০ কোটি টাকা।

এর মধ্যে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ২৩ কোটি ৯০ লাখ ডলার, আগস্টে এসেছে ২৯ কোটি ৩৫ লাখ ডলার, সেপ্টেম্বরে ৮ কোটি ৭৯ লাখ এবং অক্টোবরে এসেছে ৫০ কোটি ডলার।

এসময়ে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৩৬ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ডলার বা ১৬ হাজার ৩৯০ কোটি টাকা। এর মধ্যে জুলাইয়ে ৩৩ কোটি ২৭ লাখ ডলার, আগস্টে ৩৪ কোটি, সেপ্টেম্বরে ৩৬ কোটি এবং অক্টোবরে ৩৩ কোটি ৩৭ লাখ ডলার এসেছে।

এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরব থেকে প্রথম চার মাসে ১১৭ কোটি ৬১ লাখ ডলার বা ১৪ হাজার ১১৩ কোটি টাকার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে।