
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব-এর উদ্যোগে আয়োজিত “Smart BEE প্রেজেন্টস রুয়েটডিসি জাতীয় বিতর্ক উৎসব ২০২৫”-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
গত ১৮ ও ১৯ জুলাই আয়োজিত এই আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় বাংলা এশিয়ান সংসদীয় (Asian Parliamentary) পদ্ধতিতে অনুষ্ঠিত বিতর্কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী ৩৮টি বিশ্ববিদ্যালয় পর্যায়ের দলকে পেছনে ফেলে চূড়ান্ত পর্বে পৌঁছে গৌরবজনকভাবে রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (JUDS) হয়ে অংশগ্রহণকারী বিতার্কিক দলটি “জাডস- সংশপ্তক” নামে পরিচিত ছিল।
এই দলের তিন সদস্য হলেন: ইয়াসির মোহাম্মদ আমিন (৪৯ তম ব্যাচ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ), ফাতিমা তুজ জোহরা (৫০ তম ব্যাচ, মার্কেটিং বিভাগ) এবং মোঃ ফাহিম ফরহাদ (৫৪ তম ব্যাচ, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ)।
দলটি তাদের প্রাঞ্জল যুক্তি, সুগঠিত বক্তব্য ও নিখুঁত কৌশলে বিচারকদের মন জয় করে একাধিক রাউন্ড অতিক্রম করে চূড়ান্ত পর্বে পৌঁছায়।দুই দিনব্যাপী আয়োজিত এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা তরুণদের মধ্যে বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক সংলাপের চর্চাকে উজ্জীবিত করেছে।দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী বিতার্কিকদের সম্মিলনে এই উৎসব ছিল যুক্তির মাধ্যমে বাস্তব ও নীতিনির্ভর সিদ্ধান্ত গ্রহণের একটি উন্মুক্ত ক্ষেত্র।
সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের “জাডস- সংশপ্তক” দল তাদের অসামান্য দক্ষতা দিয়ে যে গৌরব অর্জন করেছে, তা বিশ্ববিদ্যালয়ের বিতর্কচর্চার ধারাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (JUDS) দীর্ঘদিন ধরেই দেশের বিতর্ক অঙ্গনে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ নাম। যুক্তিনির্ভর সমাজ গঠনে সংগঠনটি বরাবরই নেতৃত্ব দিয়ে আসছে। এই অর্জন সেই পথচলাকে আরও দৃঢ় ও দীপ্ত করেছে।
এই সাফল্য শুধু তিন বিতার্কিকের ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং এটি একটি প্রতিষ্ঠানগত অর্জন, যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক জগতে যুক্তির চর্চাকে আরও বিস্তৃত এবং উজ্জ্বল করেছে।
ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে; এমনই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের যুক্তিপ্রেমী শিক্ষার্থীদের।