ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

যমুনা সেতুকে ‘শহিদ আবু সাঈদ সেতু’ নামকরণ করা হোক: মাহমুদুর রহমান

Rising Cumilla - Abu Sayed-Mahmudur Rahman
ছবি: সংগৃহীত

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আমি মনে করি,রংপুরবাসীর জন্যে সবচেয়ে বেশি গৌরবের নাম আবু সাঈদ। এই সরকারের কাছে আমি আগেও দাবি করেছি, আজকে আবার নতুন করে দাবি করতে চাই অতিসত্বর যমুনা সেতুর নামকরণ পরিবর্তন করে এটাকে শহিদ আবু সাঈদ সেতু নামকরণ করা হোক।’

আজ শনিবার (১৬ নভেম্বর) রংপুরে শহিদ আবু সাঈদের কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেছেন।

এসময় তিনি আরও বলেন, ‘শহিদ আবু সাঈদের নামে সেতুটির নামকরণ করা হলে আমি মনে করি উত্তরবঙ্গের মানুষের দুঃখ-বেদনা কিছুটা হলেও লাঘব হবে। মানুষ যখনি এই সেতু পার হবেন তখন তাদের মনে পড়বে শহিদ আবু সাঈদের সেই মহান শাহাদাতের কাহিনি’