
রাজধানীতে শীত জেঁকে বসেছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণতা ছড়িয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম।
শীতের সকালে একটুখানি রৌদ্র চুম্বন কে না চায়! তাই তো রৌদ্রচুম্বন উপভোগ করতে সকাল সকাল ছাদে উঠলেন বিদ্যা। সঙ্গে কিছু আনন্দঘন মুহূর্ত উপভোগ করে নেন অনুরাগীদের মাঝে।
বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন মিম।
বাঙালি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের প্রতি ভক্তদের আগ্রহ নতুন কিছু নয়। তার প্রতিটি লুকই মুগ্ধ করে হাজার হাজার ভক্তকে। তবে এবার তার খোলামেলা চুলের সঙ্গে সেজে তোলা ছবিগুলোর মধ্যে নেটিজেনদের নজর যেন ফেরানোই কঠিন ছিল।
ছবিতে দেখা যায়, একটি ব্রাউন-ব্ল্যাক স্ট্রাইপের টপস পরেছেন তিনি। ওপরের ব্রাউন কালারের ওপেন সোয়েটারটিও রেখেছেন খোলামেলা। এমন অবস্থায় শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়ায় জ্বল জ্বল করে ওঠে মিমের মসৃণ ত্বক।
মিমের এই হালকা সাজে সৌন্দর্যও ফুটে ওঠে সেইসঙ্গে। কারণ, কানে ছিল একটি লাল জবা ফুল, ঠোঁটে লাল লিপস্টিক। সঙ্গে ক্যামেরায় নানা লুকের পোজ। সেই পোস্টের ক্যাপশনে মিম লেখেন, ‘রৌদ্রচুম্বন, উজ্জ্বলতা; সুন্দর একটি দিনের প্রস্ততি।’
এই ছবিগুলোর নিচে এক হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে, যার মধ্যে বেশিরভাগই অভিনেত্রীর রূপের প্রশংসায় পূর্ণ। অনেকেই মন্তব্য করেছেন, শীতের সকালে যেন মিম তার ছবির মাধ্যমে সবার মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিলেন।
উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। তিনি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।