‘ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট’ নামের ছবি তোলার প্রতিযোগিতার আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমির সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশে বসবাসকারী যেকোনো ব্যক্তি স্মার্টফোনে তোলা ছবি জমা দিয়ে অংশ নিতে পারবেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছবি তোলার এ প্রতিযোগিতা শেষে সেরা ২০টি ছবি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রদর্শন করা হবে।
এরপর বিচারকদের রায়ে সেরা ছবির আলোকচিত্রীকে রিয়েলমি ১২ মডেলের স্মার্টফোন পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতায় বিজয়ী অন্য আলোকচিত্রীরাও পুরস্কার পাবেন। ছবি জমা দেওয়ার শেষ সময় ৩১ অক্টোবর। রিয়েলমির ফেসবুক পেজের পাশাপাশি এই ঠিকানায় প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে।