
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “লাল সবুজ উন্নয়ন সংঘ” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিমের উদ্যোগে ক্যাম্পাসের সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও মেহনতি মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
লাল সবুজ উন্নয়ন সংঘ এর সদস্যরা নিজেদের টিফিনের টাকা জমিয়ে শ্রমিক ও মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলা থেকে শুরু হয়ে বিভিন্ন পয়েন্টে বিশেষ করে রিকশাচালক ও অভাবী নিম্নবিত্ত মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, “শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এই কার্যক্রম শুধু খাবার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ক্যাম্পাসের মেহনতি মানুষের পাশে থাকার প্রয়াস। আমরা লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৪ বছর ধরে সুবিধাবঞ্চিত মানুষ ও শ্রমিকদের অধিকার আদায় ও নিশ্চিতে কাজ করে যাচ্ছি।”
লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি টিমের সংগঠক এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসেন ইমন বলেন, “লাল সবুজ উন্নয়ন সংঘ শ্রমিকদের মুখে হাসি ফোটাতে ও তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। আমরা ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছি।”
শ্রমিকদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি টিমের সদস্য ইমন, রেদওয়ান, ইবনান, রিফাত সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, লাল সবুজ উন্নয়ন সংঘ ২০১১ সাল থেকে দেশের বিভিন্ন জেলায় “মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও পাঠদান কর্মসূচি পরিচালনা, ঈদের নতুন জামা উপহার দেওয়া, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, রক্তদান ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি, বিভিন্ন ক্রান্তি ও দুর্যোগকালীন মুহূর্তে সমাজ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনাসহ দেশের পরিবেশ ও প্রাণ প্রকৃতি সুরক্ষায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা ও বাস্তবায়ন করে যাচ্ছে।