
কুমিল্লা আদর্শ সদর উপজেলার রেইসকোর্স এলাকার মিশন হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার (২১ মে) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
কুমিল্লা ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, “মিশন হাসপাতালের” প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া বলেন, ডায়াগনস্টিক সেন্টারে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি রোগীদের প্রতিশ্রুত সেবা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় কুমিল্লা সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি দল সার্বিক উপস্থিত থেকে সহযোগিতা করেন।