বিশ্বব্যাপী আর ওটিটিতে মুক্তির পর শুক্রবার বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’। প্রতিদিন ২০৬টি শো প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির প্রথম দিনে বাংলাদেশের বক্স অফিস থেকে ‘পাঠান’ সংগ্রহ করেছে ২৫ লাখ টাকা (গ্রস)।
সত্যদীপ সাহা যিনি বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি দিয়েছেন তিনি গণমাধ্যমটির কাছে দাবি করেছেন, ‘মুক্তির প্রথমদিনের এই আয় দুর্দান্ত।
সিনেমাটিতে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা সহ অনেকে অভিনয় করেন। ইতোমধ্যে বলিউডে সুপারহিট তকমা পেয়েছে এ ছবি। ভারতের বাইরেও দারুণ ব্যবসা করেছে সিনেমাটি।