
নতুন ওয়েব সিরিজ আসছে। নাম হলো ‘পিলকুঞ্জ’। এটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। চলতি মাসেই তা মুক্তি পেতে চলেছে ক্লিক নামে ওটিটি প্ল্যাটফর্মে। তার আগে লঞ্চ হলো ট্রেলার৷
পিলকুঞ্জ’ ওয়েব সিরিজে জুটি বেঁধেছেন টেলি-পর্দার জনপ্রিয় তারকা শন বন্দ্যোপাধ্যায়, তৃণা সাহা এবং ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় এবং রিং এ বেল-এর যৌথ প্রযোজনায় তৈরি এই ওয়েব সিরিজে নরখাদকের ঘটনা তুলে ধরা হয়েছে।
জানা যায়, ২০১৭ সালে উত্তর ভারতে ঘটে যাওয়া বাস্তব ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই সিরিজ।উত্তর প্রদেশের বাঘ সংরক্ষণ এলাকার পাশের একটি গ্রামকেই ঘিরেই তৈরি হয়েছে এই গল্পের পটভূমি। যেখানে হামেশাই হানা দিত নরখাদক। আর প্রাণ হারাতেন নিরীহ গ্রামবাসীরা। কিন্তু এরই মাঝে অবশ্য লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য।
শন বন্দ্যোপাধ্যায় এবং তৃণা সাহা এর পাশাপাশি অভিনয়ে আছেন শঙ্কর দেবনাথ, জয়ী দেবরায়, দেবতনু, বৃষ্টি রায়, সোহম গুহ পত্তাদার, প্রতীক রায়, সৌরভ সাহা, পালওয়াল চক্রবর্তী, গৌতম মৃধা প্রমুখ।