জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল, লিটনের দুঃখ প্রকাশ

Litton Das - Cricket Player Bangladesh
লিটন দাস। ছবি: সংগৃহীত

জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস পুনের হোটেল থেকে দেশের সাংবাদিকদের বের করে দেয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

আজ সোমবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১১ টার দিকে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে তিনি দুঃখ প্রকাশ করেন।

লিটন পোস্টে লেখেন, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এতো গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও লেখেন, মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।

রোববার (১৫ অক্টোবর) ভারতের পুনেতে লিটন দাসের অসদাচরণের শিকার হন সাংবাদিকরা। পুনেতে বাংলাদেশ দলের অব্স্থান করা হোটেলের সামনে সংবাদের জন্য অপেক্ষা করছিলেন দেশের গণমাধ্যমকর্মীর। এসময় লিটন তাদের দেখে ক্ষেপে যান। রেগে-মেগে তিনি হোটেলের নিরাপত্তাকর্মীদের ডাকেন। তাদের কাছে জানতে চান, মিডিয়ার লোকেরা এখানে কী করছেন? তারা কেন আমাদের ছবি তুলছেন? এসময় তিনি হোটেলের নিরাপত্তায় দায়িত্বরদের বলেন, গণমাধ্যমকর্মীদের বের করে দিতে।

এ ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা। লিটনের এমন অসদাচরণের সমালোচনাও শুরু হয়।