
ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী তিন বছর আগে বাবাকে হারান। এবার শান্তিরানি চক্রবর্তী মাকে হারালেন।
শুক্রবার (৭ জুলাই) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতার মা। খবরটি নিশ্চিত করেছেন মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তী।
ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘হ্যাঁ, খবরটা সত্যি। ঠাকুমা আর আমাদের মধ্যে নেই।’
অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।