ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

মা হওয়ার পর চিন্তিত সানা খান

Sana Khan is worried after becoming a mother
মা হওয়ার পর চিন্তিত সানা খান। ছবি: সংগৃহীত

২০২০ সালের নভেম্বর মাসে মুফতি আনাস সাঈদের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের তিন বছরের মাথায় সন্তানসম্ভবা হন তিনি।

সদ্য মা হয়েছেন সানা খান। গেল ৫ জুলাই জন্ম নেয় পুত্রসন্তান। ছেলের জন্মের আনন্দে প্রায় আত্মহারা প্রাক্তন এই অভিনেত্রী। তবে তার পাশাপাশি চিন্তিত তিনি। মা হওয়ার পর যেন আতঙ্কেই দিন কাটাচ্ছেন সানা।

কোন কিছু নিয়ে ভাবতে গেলেই দুশ্চিন্তায় গুটিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়েই মুখ খুললেন সানা।

সানা বলেন, আমি খুব ঘাবড়ে যাই, যখন মা হওয়ার পরেই ওজন কমানো নিয়ে কথাবার্তা শুরু হয়। অবশ্যই আমি ওজন কমাতে চাই, সবাই সেটা চান। তবে আমি নিজের স্বাস্থ্য বা আমার সন্তানের যে পুষ্টি দরকার, তার সঙ্গে আপস করতে চাই না। আমার ওজন কমানো, আমার সন্তানের স্বাস্থ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। আগে আমার সন্তানের পুষ্টি, তারপর অন্য কিছু। ওজন পরেও কমানো যেতে পারে। তবে আমার সন্তানের জীবনে এই সময়টা আর ফিরে আসবে না।