ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

মাস্ক-হেলমেট পরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬

Rising Cumilla - Jhtika procession of banned organization Chhatra League wearing mask-helmet, 6 arrested
ছবি: ভিডিও থেকে নেওয়া

নেত্রকোণার পূর্বধলায় হেলমেট ও মাস্ক পরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে। মিছিলের ভিডিও দেখে পুলিশ ৬ ছাত্রলীগ নেতা-কর্মীকে আটক করেছে। তবে পুলিশ তাঁদের নাম-পরিচয় প্রকাশ করেনি।

শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় মিছিলটি বের করা হয়। পরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ নামের একটি ফেইসবুক আইডি থেকে মিছিলটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। রাতে মিছিলের এই ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের ৬ নেতা-কর্মীকে আটক করে।

আওয়ামী লীগ সরকার পতনের পর জেলায় এই প্রথম কোনো মিছিল করল ছাত্রলীগ। শাহাদত হোসাইন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের বড় ভাইয়ের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ৮টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী হেলমেট ও মাস্ক পরে মিছিল নিয়ে শেখ হাসিনা ও আহমদ হোসেনের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ভিডিওতে দেখা গেছে, উপজেলা ছাত্রলীগের এই মিছিলে শাহাদত হোসাইন নেতৃত্ব দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তাঁর পেছনে অন্তত ১৫ থেকে ২০ জনের মতো নেতা-কর্মী ছিল। তাঁরাও বিভিন্ন স্লোগান দিচ্ছিল।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ গণমাধ্যমকে বলেন, একদম ভোরে সবাই যখন ঘুমে তখন ময়মনসিংহ থেকে এসে দুই-তিন মিনিট মিছিল করে পালিয়ে যায়। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।