কিছু দিন আগেই বিয়ে করেছেন আম আদমি নেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের পরই মালদ্বীপে উড়াল দিয়েছেন তিনি। তবে স্বামীকে নিয়ে হানিমুনে নয়, ননদকে নিয়েই সেখানে বেরাতে গিয়েছেন এ অভিনেত্রী।
মঙ্গলবার (১৬ অক্টোবর) নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরিণীতি।
যেখানে বিকিনিতে উত্তাপ ছড়াতে দেখা গেছে তাকে। সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছেন, ফটোগ্রাফার হিসেবে ছবিটি তুলে দিয়েছেন তার ননদ। আরও জানিয়েছেন, এটা একটি গার্লস ট্রিপ। কোনো হানিমুন নয়।
চলতি বছরের মার্চ মাসে পরিণীতি আর রাঘব চাড্ডার প্রেমের গুঞ্জন শোনা যায়। অল্প দিনের মধ্যেই আংটি বদল করে ফেলেন দু’জনে। এরপর গত সেপ্টেম্বরের ২৪ তারিখ উদয়পুরের লীলা প্যালেসে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি।
এরপরই ভক্তদের প্রশ্ন, কবে হানিমুনে যাচ্ছেন রাঘব-পরিণীতি? সে বিষয়টিও খোলাসা করেননি অভিনেত্রী। এর মধ্যেই স্বামীকে রেখে ননদকে নিয়েই উড়াল দিলেন মালদ্বীপে।