অক্টোবর ১১, ২০২৪

শুক্রবার ১১ অক্টোবর, ২০২৪

মানি লন্ডারিংয়ের টাকা দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী

BNP is campaigning with money laundering money: Prime Minister
মানি লন্ডারিংয়ের টাকা দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রীমানি লন্ডারিংয়ের টাকা দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী

ক্ষমতায় থেকে বিএনপি মানি লন্ডারিং করেছে। আর এখন সেই টাকা দিয়েই আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) ইতালিতে স্থানীয় সময় সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় এ মন্তব্য করেন তিনি।

এছাড়াও বলেন, বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে রাজনীতি, নির্বাচনসহ দেশের সার্বিক অবস্থার বিষয়ে কথা বলেন সরকার প্রধান। বলেন, আওয়ামী লীগের রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আর বিএনপি বরাবরই জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে আসছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশবাসীকে ভোটাধিকার সম্পর্কে সচেতন করেছে আওয়ামী লীগ। পাশাপাশি ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগই। বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। বিএনপি জানে জনগণ তাদের ভোট দেবে না। কারণ ভোট চুরি করে যারা বিতাড়িত, তাদেরকে কেন ভোট দেবে?

বিএনপি জেনারেলের পকেট থেকে সৃষ্ট দল, তাদের ভোট চাওয়ার অধিকার নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।