সেপ্টেম্বর ৭, ২০২৪

শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪

রমজানে মাধ্যমিক স্কুল-কলেজ ছুটি, প্রাথমিকে ছুটি শুরু হবে ৭ এপ্রিল

ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। ছবি: সংগৃহীত

গত বছর এর মতো এ বছরও রমজানে মাধ্যমিক স্কুল-কলেজ ছুটি থাকবে। প্রাথমিকে ক্লাস ১৫ দিন হয়ে ছুটি শুরু হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী (২৩ অথবা ২৪ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক স্কুল-কলেজ ছুটি শুরু হবে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে। অপরদিকে প্রাথমিকে বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল। ফলে রমজানে ১৫ দিন ক্লাস চলবে। আর মাদরাসায় রমজানের ছুটি শুরু হবে বুধবার (২২ মার্চ)। কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতেও ছুটি শুরু হবে ২৩ মার্চ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানান, বছরের শুরুতেই ছুটির তালিকা স্কুলগুলোতে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সূচি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান রমজানের শুরু থেকেই বন্ধ থাকবে।

এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ছুটির তালিকা অনুযায়ী, স্টার সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের ছুটিও থাকবে।