জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

মাত্র ২১ বছরেই না ফেরার দেশে ব্রিটিশ গায়িকা ফায়ে ফ্যান্টারো

মাত্র ২১ বছরেই না ফেরার দেশে ব্রিটিশ গায়িকা ফায়ে ফ্যান্টারো
মাত্র ২১ বছরেই না ফেরার দেশে ব্রিটিশ গায়িকা ফায়ে ফ্যান্টারো। ছবি: সংগৃহীত

ফায়ে ফ্যান্টারো মাত্র ২১ বছর বয়সে ক্যানসার, ব্রেন টিউমারসহ একাধিক ব্যাধির সঙ্গে লড়ে না ফেরার দেশে উদীয়মান এই ব্রিটিশ গায়িকা।

জানা গেছে, শনিবার (২ সেপ্টেম্বর) তার মা প্যাম ফ্যান্টারো জানিয়েছেন নিজ বাড়িতেই তিনি মারা যান। প্রথমে মাত্র ৮ বছর বয়সে, পরে ১৩ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ফায়ে ফ্যান্টারো। তবে দু’বারই সুস্থ হয়ে ওঠেন। অসুখের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছিলেন গায়িকা।

পরে ২০২২ সালের সেপ্টেম্বরে বিরল গ্লিউমা ব্রেন টিউমার ধরা পড়ে। আর তখনি গানের ক্যারিয়ার মাত্র শুরু হয়েছিল তার।

তাও সেই গান করেছেন।।গান মুক্তির পরপরই ফায়ে জানতে পারেন তার ব্রেন টিউমার হয়েছে। প্রযোজক ডেভ স্টুয়ার্টের বে স্ট্রিটস রেকর্ডসের মাধ্যমে চলতি বছর ফেব্রুয়ারিতে তার সাতটি গান প্রকাশ পেয়েছিল। বাহামাতে গানের রেকর্ড করা হয়েছিল।