নভেম্বর ৮, ২০২৪

শুক্রবার ৮ নভেম্বর, ২০২৪

মাকে বাজারে পাঠিয়ে কৃষি কর্মকর্তার আত্মহত্যা

Agricultural officer committed suicide by sending his mother to the market
মাকে বাজারে পাঠিয়ে কৃষি কর্মকর্তার আত্মহত্যা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় সুকান্ত বিশ্বাসের (২৫) নামের এক কৃষি উপ-সহকারী কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুকান্ত বিশ্বাস খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েনতলা গ্রামের স্বদেশ বিশ্বাসের ছেলে। তিনি কলারোয়া কৃষি কর্মকর্তা কার্যালয়ে কর্মরত।

স্থানীয়রা জানান, কলারোয়ার কলাগাছি মোড়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন মা ও ছেলে। বিকেলে মাকে টাকা দিয়ে বাজারে পাঠায় সুকান্ত। বাসায় ফেরার পর দরজা বন্ধ দেখতে পায় মা। আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।

নিহতের মা কাজল রানী বিশ্বাস জানান, তার ছেলে সবসময় বিষন্নতায় ভুগতো এবং চাকরি করতে ভালো লাগছে না বলে হতাশাগ্রস্ত ছিলো।

কলারোয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ রাজু আহম্মেদ জানান, দুই মাস আগে যোগদান করে সুকান্ত বিশ্বাস। সে কেড়াগাছি ইউনিয়নের দায়িত্বপালন করছিল। কী কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।

কলারোয়া থানার উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেন জানান, ব্যক্তিগত জীবনে ওই কর্মকর্তা অবিবাহিত ছিলেন। বিকেলে তার মাকে কিছু টাকা দিয়ে বাজার করতে পাঠায় সে। এরপর রাতে তিনি বাসায় এলে ঘরের ভিতর থেকে তালাবদ্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করলেও সুকান্ত দরজা না খোলায় প্রতিবেশীরা দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।