নভেম্বর ৮, ২০২৪

শুক্রবার ৮ নভেম্বর, ২০২৪

মন পড়ে থাকে মায়ের কাছে: অর্ষা

মন পড়ে থাকে মায়ের কাছে: অর্ষা
মন পড়ে থাকে মায়ের কাছে: অর্ষা। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। প্রায় ১৩ বছর ধরে শোবিজে কাজ করছেন তিনি।বরাবরই নিজেদের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন।তবে শত ব্যস্ততার মাঝেও মায়ের কাছেই তার মন পড়ে থাকে বলে জানান এই অভিনেত্রী।

শনিবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের কাজের নানান বিষয়ে বলেন।তার মা অসুস্থ।সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে মা ভীষণ অসুস্থ থাকায় ঢাকার বারডেম হাসপাতালে তাকে ভর্তি করান অর্ষা।

অভিনেত্রীর মা দীর্ঘদিন ধরেই কিডনির রোগে ভুগছেন, পাশাপাশি ডায়াবেটিসের সমস্যাও বেড়েছে। বর্তমানে হাসপাতালে তিন বোন মিলেই মায়ের দেখভাল করছেন।

অর্ষা বলেন, এখন তিন বোন মিলে মাকে সময় দিচ্ছি। আমি যেহেতু বড়, তাই বেশি ভাবতে হয়। দেড় বছর ধরে এমনটা চলছে। খুব খুশিমনেও যে কাজ করছি, তা না। কোথাও গেলে মন পড়ে থাকে মায়ের কাছে। তাই কোথাও যাওয়াও হচ্ছে না।

মায়ের এখন একটা চিন্তা, আমরা তিন বোন যেন মিলেমিশে থাকি। ওদের রেখে যেন আলাদা না থাকি। বিয়েশাদি করলেও ওদের যেন দেখে রাখি।

তিনি আরো বললেন, মা হাসপাতালে থাকলেও গত ৮ সেপ্টেম্বর মেরিল প্রথম আলো পুরস্কার গ্রহণের করার জন্য হাজির হই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে।

এমনকি হাসপাতালে ভর্তি থাকা মায়ের কাছ থেকে কয়েক ঘণ্টার ছুটি নিয়ে মেরিল প্রথম আলো পুরস্কার প্রদান অনুষ্ঠানে যান অর্ষা। তবে কোথায় যাচ্ছেন সেটা মাকে বলেননি তিনি। শুধু বলেছেন, একটা কাজে যাচ্ছেন।