নভেম্বর ১০, ২০২৪

রবিবার ১০ নভেম্বর, ২০২৪

মধ্যরাতে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে বিক্ষোভের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

Rising Cumilla - In the middle of the night, the sudden march of the Chhatra League, the protest call of the anti-discrimination student movement
ছবি: সংগৃহীত

 চট্টগ্রামে আড়াই মাস পর ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। শুক্রবার মধ্যরাতে নগরীর জামালখানে কয়েক মিনিটের জন্য এ মিছিল হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টা ৪০ মিনিটে ২০-৩০ জন তরুণ ও যুবক মিছিল করে সটকে পড়েন। এ সময় তাদের অনেকের মুখে মাস্ক ছিল। এই মিছিলের প্রতিবাদে আজ শনিবার বিকেল ৩টায় জামালখানে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনে হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ওপর ক্ষোভও প্রকাশ করেছে সংগঠনটি।

জামালখানে ছাত্রলীগের মিছিলের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিল থেকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন শ্লোগান দেয়া হয়। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

এদিকে চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ জানিয়েছেন, খুনি হাসিনার পুনর্বাসনের জন্য শহীদের রক্তরঞ্জিত রাজপথে স্লোগান দেয়ার প্রতিবাদে শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় জামালখানে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে।