জানুয়ারি ২, ২০২৫

বৃহস্পতিবার ২ জানুয়ারি, ২০২৫

এবার ভিন্ন লুকে দেখা যাবে মিথিলাকে

এবার ভিন্ন লুকে দেখা যাবে মিথিলাকে
এবার ভিন্ন লুকে দেখা যাবে মিথিলাকে। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা টেলিভিশন, ওয়েব সিরিজ থেকে শুরু করে কলকাতার সিনেমায় নায়িকা হিসেবে দেখা গেছে। তিনি অভিনয় জগতে বরাবরই সফল।

সম্প্রতি শিহাব শাহীনের পরিচালনায় আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ এর সিকুয়্যেল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’এ নিপুণ অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছে। এমনকি তাকে দেখা যায় কলকাতার সিনেমা ‘মায়া’য়। এবার কলকাতার নতুন আরেকটি সিনেমায় যুক্ত হলেন এই অভিনেত্রী।

জানা যায়, দুলাল দের ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিথিলা, জীতু কমল ও শিলাজিৎ মজুমদারকে। জিতুর জামাইবাবুর চরিত্রে অভিনয় করবেন শিলাজিৎ।

পরিচালক জানিয়েছেন গোয়েন্দা সিনেমাটির ফ্র্যাঞ্চাইজি করার কথা ভাবছেন তিনি। সিনেমার গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে ঘিরে। এই গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জীতু কমলকে। গোয়েন্দা অরণ্যর বিভিন্ন অভিযান লিখে রাখেন তার জামাইবাবু সুদর্শন হালদার। শ্যালক আর জামাইবাবুর রসায়ন দেখা যাবে সিনেমায়।

এ সিনেমায় মিথিলাকে দেখা যাবে নার্সের চরিত্রে। সিনেমায় মিথিলাকে নেওয়ার কারণ জানিয়ে পরিচালক বলেন, মিথিলা ছাড়া আর কারও মধ্যেই তিনি এই চরিত্র খুঁজে পাননি। তাই অন্য কাউকে প্রস্তাবও দেননি। চরিত্রটি নিয়ে দেড় বছর আগে অভিনেত্রীর সঙ্গে কথা বলেন তিনি।