নভেম্বর ৫, ২০২৪

মঙ্গলবার ৫ নভেম্বর, ২০২৪

মীরকে ভিন্ন এক রূপে দেখে অবাক নেটিজেনরা

মীরকে ভিন্ন এক রূপে দেখে অবাক নেটিজেনরা
মীরকে ভিন্ন এক রূপে দেখে অবাক নেটিজেনরা। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ভিন্ন এক রুপে হাজির হয়ে চমকে দিয়েছেন নেটিজেনদের। আর ভক্তরাও মজেছেন মীরের সেই ‘বেতাল’ রূপে।

বুধবার (২৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে ছবিটি পোস্ট করেন মীর। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘বিক্রম’ তো চাঁদে চলে গেল, বেতাল পড়ে রইলো ঠেকে! অভিনন্দন ইন্ডিয়া। পাশাপাশি ইন্ডিয়ান স্পেস রিসার্স অর্গানাইজেশনকেও ধন্যবাদ জানান কমেডিয়ান এই তারকা।

ছবিতে দেখা যায়,শরীরে জড়ানো সাদা রঙের কাপড়। দুধ সাদা চুলগুলো কাঁধে ছড়িয়ে দেওয়া। তার মাঝে উঁকি দিয়েছে রাগমাখা একটি মুখ।

ছবিটি পোস্ট করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেটি। রীতিমতো মন্তব্যের ঝড় উঠে মীরের কমেন্টবক্সে। ১২ হাজারের ও বেশি প্রতিক্রিয়াও পড়েছে নেটিজেনদের।

প্রসঙ্গত, বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। এ সময় চাঁদের মাটিতে পাখির পালকের মতো অবতরণ করে ল্যান্ডার বিক্রম। আর এই যাত্রায় সফল হওয়ার মাধ্যমে চাঁদের মাটিতে নেমে আমেরিকা, রাশিয়া এবং চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নজির গড়ে ভারত। মূলত এরপরেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি দেন মীর।